পেসারদের দাপটের লিগে সবার সেরা মাশরাফি
এর আগে প্রায় প্রতি লিগেই দাপট থাকত স্পিনারদের। এবারের লিগে নজর কেড়েছেন পেসাররা। উইকেটশিকারে সেরা পাঁচ বোলারের চারজনই পেসার। তাদের মধ্যে অনেকখানি এগিয়ে সবার উপরে মাশরাফি মর্তুজা।
১৬ ম্যাচের সবগুলোই খেলে মাশরাফির উইকেট ৩৯টি। আবাহনীর শিরোপা জেতায় বড় অবদান ছিল তার। লিস্ট-এ মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগের এক মৌসুমে এত বেশি উইকেট পাননি কোন বলার। ৩৫ বছরেও তরুণ সব পেসারকে অনেক পেছনে ফেলা মাশরাফির বোলিং গড় ১৪.৬১। রান দেওয়াতেও ভীষণ কিপটে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ওভারপ্রতি রান দিয়েছেন কেবল ৪.৪২ করে। আছে একটি হ্যাটট্রিকও।
মাশরাফির পরের জায়গাটি একজন স্পিনারের। লিজেন্ডস অব রূপগঞ্জের বাঁহাতি স্পিনার আসিফ হাসান সব ম্যাচ খেলে তুলেছেন ২৯উইকেট।
পরের দুইজনেরও সমান ২৯ উইকেট। তবে বোলিং গড়ে এগিয়ে আসিফ আছেন দুইয়ে। তার বোলিং গড় ২২.৬৫। একই দলের পেসার মোহাম্মদ শহীদ ২৬.৫৫ বোলিং গড়ে ২৯ উইকেট নিয়ে আছেন তিনে। প্রাইম দোলেশ্বরের অধিনায়ক অভিজ্ঞ ফরহাদ রেজা সমান উইকেট দখল করতে উইকেট প্রতি রান দিয়েছেন ২৬.৮৬ করে। মোহামেডান স্পোর্টি ক্লাব সুপার লিগে উঠতে পারেনি। তবে তাদের তরুণ পেসার কাজি অনিক ১১ ম্যাচ খেলেই নিয়েছিলেন ২৮ উইকেট। ১৯.১০ গড়ে ২৮ উইকেট নেওয়া অনিক সুপার লিগে খেলতে পারলে হয়ত টেক্কা দিতে পারতেন মাশরাফিকে।
Comments