বললে নির্দ্বিধায় প্রধান কোচের দায়িত্ব নেবেন ওয়ালশ
চণ্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর এখনো টাইগারদের প্রধান কোচ খুঁজে পায়নি বিসিবি। এক সিরিজ এই পদ খালি রাখার পর নিদহাস ট্রফিতে বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে দেওয়া হয় অন্তর্বর্তী দায়িত্ব। সে দায়িত্বে স্থায়ী হতেও প্রস্তুত ক্যারিবিয়ান এই গ্রেট।
ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে সব ফরম্যাটে ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ। বিপর্যস্ত অবস্থায় শ্রীলঙ্কায় গিয়েছিল ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিদহাস কাপ খেলতে। প্রত্যাশা ছাপিয়ে ফাইনালে উঠে কাপ জয়ের একদম কাছে চলে গিয়েছিল সাকিব আল হাসানের দল। সেই দলের কোচ থাকার সাফল্যের পর স্থায়ী কোচ হতেও নাম উঠছে ওয়ালশের। এমন প্রস্তাব পেলে সাদরেই তা গ্রহণ করার কথা জানিয়েছেন তিনি নিজেও, ‘আমি জানি যে প্রধান কোচ খোঁজা হচ্ছে। আমাকে নিতে বলা হলে খুশি মনেই তা গ্রহণ করব।’
বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচের সময় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসেন ওয়ালশ। প্রধান কোচ না পাওয়া পর্যন্ত দলের মোমেন্টাম ধরে রাখতে চান তিনি, ‘হয়ত শীঘ্রই আমরা কোচ খুঁজে পাব। আমাদের মোমেন্টাম ধরে রাখতে হবে। আরেকজন কেউ আসার পরিকল্পনা ঠিক পথে রাখা আমার লক্ষ্য। বাংলাদেশের ক্রিকেটের সাফল্য আনা আমার মূল্য লক্ষ্য।’
এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের বেশ কয়েকটি খেলা দেখেছেন। কোন নতুন পেস বোলার মনে ধরেনি ওয়ালশের। পুরনোরাও অনেকে আছেন ধারাবাহিকতার অভাবে,
‘খুব বিশেষ কাউকে দেখিনি। আমরা ধারাবাহিক নই। ওয়ানডে সিরিজের আগে উন্নতি দেখেছিলাম। অনেক অনুশীলন আর ফিটনেস ট্রেনিং করলে উন্নতি আসবে। সামনে বিসিএলের খেলা আছে, দেখি কে কি করে।’
Comments