রোহিঙ্গা শরণার্থী নেওয়ার ঘোষণা দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

মিয়ানমারে গণহত্যা হয়েছে এমন কথা জানিয়ে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে নেওয়ার ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। তবে রোহিঙ্গাদের জন্য ইউরোপের সহায়তা করা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে

মিয়ানমারে গণহত্যা হয়েছে এমন কথা জানিয়ে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে নেওয়ার ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। তবে রোহিঙ্গাদের জন্য ইউরোপের সহায়তা করা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন।

দুতের্তে গতকাল ম্যানিলায় প্রেসিডেন্টের প্রাসাদে দেওয়া এক দীর্ঘ বক্তৃতায় এই ঘোষণা দিয়েছেন। বক্তৃতায় তিনি ফিলিপাইনের কৃষকদের সমস্যা থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার মতো বিভিন্ন বিষয় নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। সহিংস মাদকবিরোধী অভিযানের ব্যাপারে তদন্তের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল ফিলিপাইন।

এসময় রোহিঙ্গাদের দুর্দশার প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের সহায়তা করার কথা জানান। তিনি বলেন, আমি সত্যিই তাদের প্রতি করুণা অনুভব করি। আমি রোহিঙ্গাদের নেওয়ার ব্যাপারে আগ্রহী। তবে ইউরোপেরও উচিত তাদের ভাগাভাগি করে নেওয়া।

এই সংকট মোকাবেলায় ব্যর্থতার জন্য এসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন দুতের্তে। তিনি বলেন, “তারা রোহিঙ্গা সংকট মোকাবেলা করতে পারে না। আমি বলব যে এটা গণহত্যা।”

জাতিসংঘ বলছে, গত বছরের আগস্টের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। জাতিসংঘসহ পশ্চাত্যের বেশ কিছু দেশ বলেছে রোহিঙ্গারা জাতিগত নিধনযজ্ঞের শিকার। তবে অভিযোগ অস্বীকার করে মিয়ানমারের বক্তব্য, তাদের অভিযান সন্ত্রাসীদের বিরুদ্ধে ছিল।

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

7h ago