মুম্বাই ইন্ডিয়ানসকে সমর্থন করতে বললেন মোস্তাফিজ

আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিজেদের দলে পেয়ে রীতিমতো রোমাঞ্চিত মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইর ডেরায় যোগ দিয়ে অভিভূত মোস্তাফিজও। শুধু তার বোলিং নয়, ভক্তদের কাছে মুম্বাইকেও সমর্থন করার আহবান তার।
মুম্বাই ইন্ডিয়ান্সের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাতকারে নিজের ভক্তদের কাছে গোটা দলের জন্য সমর্থন চেয়েছেন তিনি, ‘আমি কি করতে পারি তা দেখে মানুষ আমাকে ভালোবাসে। আমি আরও কঠোর পরিশ্রম করে তাদের খুশি রাখার চেষ্টা করব। এখন আমি মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছি আমি চাইব কেবল আমাকেই নয়, পুরো মুম্বাই দলকে সবাই সমর্থন দিবে।’
এবার আইপিএলের নিলামের দিন মোস্তাফিজ ব্যস্ত ছিলেন জাতীয় দলের খেলায়। খেলার মধ্যেই পান সুখবর, ‘আমি নিলাম দেখিনি কারণ সেদিন আমাদের খেলা ছিল। কোচ বললেন মুম্বাই আমাকে নিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলে সুযোগ পেয়ে তখনই দারুণ উচ্ছ্বসিত হই।’
২০১৬ সালে প্রথমবার আইপিএলে গিয়ে মাত করেছিলেন মোস্তাফিজ। নাকানিচুবানি খাইয়েছিলেন দুনিয়ার তাবৎ ব্যাটসম্যানদের। পরের মৌসুমে গিয়ে এক ম্যাচ খেলেই বাদ পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটেও ওই সময় কিছুটা কঠিন সময় যায় তার। শুরুর দিকে সাফল্য পাওয়ার কারণ খুঁজে পেয়েছেন কাটার মাস্টার, দেখছেন সামনের চ্যালেঞ্জও, ‘শুরুতে খুব বেশি মানুষ আমাকে জানত না। তখন ব্যাটসম্যানদেরও আমাকে খেলা কঠিন হতো। এখন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেকেই আমার শক্তির জায়গা নিয়ে কাজ করছে। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে আমি অনেকটা অপরিচিত থাকায় সুবিধা পেয়েছি।’
সাক্ষাতকার ‘দ্য ফিজ’ খ্যাতি পাওয়া বাংলাদেশের এই তারকা কথা বলেছেন ক্রিকেটার হিসেবে তার উঠে আসা নিয়ে। সাতক্ষীরার তেতুলিয়া গ্রাম থেকে কাটার মাস্টার হওয়ার গল্প শুনিয়েছেন আবার।
শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে আইপিএলের একাদশ আসর। প্রথম দিনেই ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। দলটিতে আগের দুই মৌসুম খেলেছেন মোস্তাফিজ। এবার মোস্তাফিজ গেলেও সাকিবকে পাওয়ায় বাংলাদেশি দর্শকদের সমর্থনের অভাব হবে না দলটির।
Comments