শ্রমিক নেতা আমিনুল হত্যা মামলায় একজনের ফাঁসি

​শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যা মামলায় টাঙ্গাইলের আদালত তৈরি পোশাক কারখানার একজন শ্রমিককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।
শ্রমিক নেতা আমিনুল ইসলাম
শ্রমিক নেতা আমিনুল ইসলাম

শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যা মামলায় টাঙ্গাইলের আদালত তৈরি পোশাক কারখানার একজন শ্রমিককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।

২০১২ সালের আলোচিত এই হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মোস্তাফিজুর রহমান ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার শমশের মল্লিকের ছেলে।

টাঙ্গাইলের বিশেষ সরকারি কৌঁসুলি মুলতান উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার ২৫ জনের সাক্ষ্য ও নথি পর্যালোচনা করে রায় প্রদান করেছেন।

আমিনুল ইসলাম বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ছিলেন। ২০১২ সালের ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হওয়ার পরদিন তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় টাঙ্গাইলের ঘাটাইল এলাকায়। গার্মেন্টস শ্রমিক মুস্তাফিজুর সেদিন আমিনুলকে তার আশুলিয়ার অফিস থেকে নিয়ে গিয়েছিল।

আমিনুল হত্যাকাণ্ড দেশের বাইরেও আলোচনার জন্ম দিয়েছিল। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরে এসে এই হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলেছিলেন।

এ ছাড়াও পাঁচটি আন্তর্জাতিক সংগঠন সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিল।

Comments