সালমানের বাসায় ক্যাটরিনা

দুই রাত ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর কেন্দ্রীয় কারাগারে কাটানোর পর গতকাল (৭ এপ্রিল) সন্ধ্যায় জামিন পেয়ে মুম্বাই ফিরে এলে ‘সুলতান’-খ্যাত সালমান খানের বাড়ি আসেন বলিউড তারকারা।
Katrina Kaif at Salman khan house
৭ এপ্রিল ২০১৮, বলিউড সুপারস্টার সালমান খানকে দেখতে আসেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত

দুই রাত ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর কেন্দ্রীয় কারাগারে কাটানোর পর গতকাল (৭ এপ্রিল) সন্ধ্যায় জামিন পেয়ে মুম্বাই ফিরে এলে ‘সুলতান’-খ্যাত সালমান খানের বাড়ি আসেন বলিউড তারকারা।

সেই তারকাদের তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ, ডেইজি শাহ, হুমা কুরাইশি এবং সাকিব সালিম।

এছাড়াও, সালমানের বাসার বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন বরুণ ধাওয়ান, মালাইকা অরোরা, ববি দেওল এবং জ্যাকুলিন ফার্নান্দেজ।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছর কারাদণ্ড থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পর বলিউডের তারকারা দেখতে আসেন ‘এক থা টাইগার’-এর অভিনেতাকে।

‘এক থা টাইগার’-এ সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এই চলচ্চিত্রের পরবর্তী কিস্তি ‘টাইগার জিন্দা হ্যায়’-এও সালমানের সঙ্গে রয়েছেন ‘জিন্দেগি না মিলেগি দোবার’-খ্যাত এই অভিনেত্রী।

এদিকে, ডেইজি ‘জয় হো’-তে কাজ করেছেন সালমান খানের সঙ্গে। আসছে ‘রেস থ্রি’-তেও সালমানের সঙ্গে দেখা যাবে তাঁকে।

উল্লেখ্য, গত রাতে মুম্বাইয়ে ফিরে আসার পর সালমান খানকে ‘বীরের সংবর্ধনা’ দেওয়া হয় বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ। শহরের বান্দ্রায় অবস্থিত সালমানের বাসা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে হাজারো ভক্তের ভিড় জমে। সেসময় বারান্দায় দাঁড়িয়ে সালমান তাঁর বাবা ও বোনদের সঙ্গে নিয়ে ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

3h ago