‘দহন’-এ পূজা চেরি
নতুন প্রজন্মের নায়িকা পূজা চেরি এসেছেন নতুন নতুন খবর নিয়ে। ‘পোড়ামন-২’ ছাড়াও সিয়ামের বিপরীতে ‘দহন’ নামের আরেকটি ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
পূজা চেরি দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “অল্প সময়ের মধ্যে সবাই আমাকে এতো আপন করে নিয়েছেন আর এতো ভালোবাসা দিয়েছেন, তা পেয়ে সত্যিই অভিভূত হয়ে যাচ্ছি। এ জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। আশা রাখি, সবসময় সবার ভালোবাসা পাবো।”
সিনেমায় পূজার পথচলা শুরু হয় যৌথ প্রযোজিত ‘নূরজাহান’ ছবির মাধ্যমে। ছবিটিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘পোড়ামন-২’ ছবিটি।
এদিকে, আজ (৮ এপ্রিল) সকালে পূজার অফিশিয়াল ফ্যানপেজটি ভেরিফাইড হয়েছে। এখন পূজার অফিশিয়াল পেজে তাঁর নামের পাশে নীল টিক চিহ্নটি দেখা যাচ্ছে। পেজটিতে বর্তমানে পূজার অনুসারী রয়েছে ৮৫ হাজারেরও বেশি।
Comments