‘ব্ল্যাক প্যান্থার’-এর ধাক্কায় ডুবে গেল ‘টাইটানিক’!
হলিউডের সুপারহিরো চলচ্চিত্রের ইতিহাসে ঘটলো এক উৎসাহব্যঞ্জক ঘটনা। যুক্তরাষ্ট্রের তথা উত্তর আমেরিকার বক্স অফিসে সৃষ্টি হলো এক নতুন ইতিহাস। আর তা হলো: পরিচালক রায়ান কুগলারের ‘ব্ল্যাক প্যান্থার’-এর ধাক্কায় ‘ডুবে গেছে’ অস্কার বিজয়ী জেমস ক্যামেরনের ‘টাইটানিক’!
উত্তর আমেরিকার বক্স অফিসে ‘ব্ল্যাক প্যান্থার’ এখন তৃতীয় সর্বোচ্চ আয়ের (৬৬৫ মিলিয়ন ডলার) চলচ্চিত্র। তালিকায় এর আগে রয়েছে পরিচালক জেমস ক্যামেরনের বৈজ্ঞানিক কল্পকাহিনি-ভিত্তিক ‘অ্যাভাটার’ (৭৬০ মিলিয়ন ডলার) এবং পরিচালক জে জে আব্রামসের মহাকাশ-ভিত্তিক চলচ্চিত্র ‘স্টার ওয়ার্স: দ্য অ্যাওয়াকার্স’ (৯৩৬ মিলিয়ন ডলার)।
এছাড়াও, বিশ্বব্যাপী ‘ব্ল্যাক প্যান্থার’ আয় করেছে ১.২৯ বিলিয়ন ডলার। এর ফলে সারা বিশ্বে দশম সর্বোচ্চ আয়ের চলচ্চিত্রের তালিকায় উঠেছে গত ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ছবিটি।
একজন আফ্রিকান-আমেরিকান চলচ্চিত্র নির্মাতার এই ছবিটি মাত্র ২৬ দিনের মাথায় এক বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে।
উল্লেখ্য, ‘ব্ল্যাক প্যান্থার’-এর ৬৬৫ মিলিয়ন ডলার আয়ের ফলে উত্তর আমেরিকার সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় অবস্থান থেকে সরে গেল ৬৫৯ মিলিয়ন ডলার আয়ের ‘টাইটানিক’।
তথ্যসূত্র: দ্য হলিউড রিপোর্টার
আরও পড়ুন:
ব্ল্যাক প্যান্থার: সুপারহিরো চলচ্চিত্রেরও ঊর্ধ্বে!
রটেন টম্যাটোসের জরিপে শতভাগ ভালোর খেতাব পেলো ‘ব্ল্যাক প্যান্থার’
Comments