‘উপাচার্যের বাসায় গুলি, হামলা, ভাঙচুর করেছে ছাত্রলীগ’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের বাসায় গুলি, হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ- এমনটি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
আজ (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “ঢাবির ক্যাম্পাসতো ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের দখলে ছিল। ঢাবি ক্যাম্পাসে এ মুহূর্তে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসী ছাড়া আর কেউ হামলা, ভাঙচুর করার সাহস রাখে কি? এ হামলা পরিকল্পিত।”
তিনি আরও বলেন, “গণমাধ্যমে সেসব খবর বেরিয়েছে, ছবি প্রকাশ করা হয়েছে সে অনুযায়ী তাদের ধরছেন না কেন? সাধারণ শিক্ষার্থীরাতো জানিয়ে দিয়েছে ভিসির বাসভবনে তারা হামলা করেনি।”
সংবাদ ব্রিফিংয়ে বিএনপি নেতা জানান, “আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা ক্যাম্পাসে প্রবেশের দশ মিনিটের মাথায় এই হামলা সংঘটিত হলেও এবং বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও ভিসির বাসভবনে দুঘন্টাব্যাপী হামলা রহস্যজনক।”
“সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি ভিন্নখাতে নিতেই সরকারি এজেন্টদের দিয়ে ভিসির বাসভবনে হামলা হয়েছে কি না এ প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে,” মন্তব্য রিজভীর।
Comments