মার্শালের সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের বড় সংগ্রহ
সাদমান ইসলামের সেঞ্চুরি আর সাইফ হাসানের প্রায় সেঞ্চুরিতে আগের দিনই বড় স্কোরের ইঙ্গিত দিয়েছিলেন মধ্যাঞ্চল। দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে দলকে পাঁচশো ছাড়িয়ে নিয়ে গেছেন মার্শাল আইয়ুব।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ৫২৯ রান করে অলআউট হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল।
দ্বিতীয় দিনের প্রায় পুরোটাই ছিল মার্শালময়। এই মিডল অর্ডার ব্যাটসম্যান ২১০ বল খেলে ১৩২ রান করে আউট আরিফুল হকের বলে আউট হন। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকেও আউট করেন মিডিয়াম পেসার আরিফুল। ইরফান শুকুরকে কোন রান করার আগেই বোল্ড করে সকালের সেশনটা উত্তরাঞ্চলের জন্য আলোময় করেছিলেন তিনি। পরে মার্শালের সঙ্গে তানবীর হায়দারের জুটিতে ঘুরে দাঁড়ায় মধ্যাঞ্চল। ৪৬ রান করে সানজামুলকে উইকেট দেন তানবীর। ৮৩ রান করে অপরাজিত থেকে যান মোশাররফ হোসেন রুবেল।
শেষ বিকেলে ব্যাট করতে নেমেছিল উত্তরাঞ্চল। এক ওভার ব্যাটিং পেয়ে কোন রান না করে নির্বিঘ্নে পার করে দেন মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিক।
Comments