আন্দোলন আজকের জন্যে স্থগিত, সিদ্ধান্ত আগামীকাল
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজকের (১১ এপ্রিল) জন্যে আন্দোলন স্থগিত করেছেন। আগামীকাল তাদের সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকালে জাতীয় সংসদে সব ধরনের কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেওয়ার পর বিক্ষোভকারীদের সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর পক্ষ থেকে এ কথা বলা হয়।
পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশিদুল খান বলেন, অন্য আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরবর্তী কর্মপন্থার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আজ চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Comments