ধর্ষণ প্রমাণে ‘টু-ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ: হাইকোর্ট

ধর্ষণের শিকার নারী-শিশুদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে অবমাননাকর ‘টু-ফিঙ্গার টেস্ট’-কে নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
hc photo
হাইকোর্ট ফাইল ফটো

ধর্ষণের শিকার নারী-শিশুদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে অবমাননাকর ‘টু-ফিঙ্গার টেস্ট’-কে নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি একেএম শহীদুল হককে নিয়ে গঠিত বেঞ্চ আজ (১২ এপ্রিল) এই রায় দেন।

এই ধরনের পরীক্ষার বৈজ্ঞানিক এবং আইনগত ভিত্তি নেই বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবা সংক্রান্ত নিয়মনীতি কঠোরভাবে মেনে চলারও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

২০১৩ সালে আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (বিএলএএসটি)-সহ ছয়টি মানবাধিকার সংস্থার রিট আবেদনের প্রেক্ষিতে এই রায় দেওয়া হলো।

নিম্ন আদালত এবং তদন্ত কর্মকর্তারা যাতে এ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে পারে সে জন্যে সরকারকে একটি প্রজ্ঞাপন জারি করার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

আদালতের রুলে বলা হয়, বিচার চলাকালে ধর্ষিতাকে এমন কোন প্রশ্ন করা যাবে না যার ফলে তার সম্মানহানি হয়।

Comments

The Daily Star  | English

Central bank not blocking any business accounts: Governor 

BB is not blocking or interfering with the accounts of any businesses, regardless of their political affiliations, said BB Governor Ahsan H Mansur

29m ago