মুশফিকের সেঞ্চুরির পরও বিপদে উত্তরাঞ্চল

Mushfiqur Rahim
দিনশেষে ১০১ রানে অপরাজিত মুশফিকুর রহিম
মধ্যাঞ্চলের রানের পাহাড়ে জবাবে তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল উত্তরের ইনিংস। সে অবস্থায় হাল ধরে দলকে অক্সিজেন যোগানো সেঞ্চুরি উপহার দেন মুশফিকুর রহিম। তবু দিন শেষে অনেকখানি পিছিয়ে আছে তারা।


বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে বিসিএলের তৃতীয় দিনের খেলায় দাপট বোলারদের। পেসার এবাদত হোসেন আর বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলের স্পিনে কাবু হয়ে পড়েন উত্তরের ব্যাটসম্যানরা। মধ্যাঞ্চলের ৫২৯ রানের জবাবে ৭ উইকেটে ২৮৬ রান করে দিনশেষে করেছে তারা। ১০১ রান নিয়ে অপরাজিত আছেন মুশফিক, তার সঙ্গী তাইজুলের রান ২১। দিনশেষে তারা পিছিয়ে আছে ২৪৩ রানে। ফলোঅন এড়াতেই এখনো দরকার ৪৩ রান। 
 
দিনের শুরুতেই ৭ রান করে ফিরে যান ওপেনার জুনায়েদ সিদ্দিক। দ্বিতীয় উইকেটে মিজানুর রহমান ও নাজমুল হোসেন শান্তর ৭১ রানের জুটি গড়ে পরিস্থিতি সামলেছিলেন। ৩ রানের ব্যবধানে ফেরেন মোশাররফ হোসেন রুবেলের বলে। ৪৫ করা শান্তকে বোল্ড করেন মোশররফ, ৩২ রান করা মিজানুর ক্যাচ দিয়েছেন সাইফ হাসানের হাতে। 


চারে নামা মুশফিককে রেখে সানজামুল ও ধীমান ঘোষ আউট হন এবাদতের বলে। আরিফুল হকের সঙ্গে আরেক জুটিতে দলকে পথে রেখেছিলেন মুশফিক। ৪২ করা আরিফুলকে তোলে নেন তানবীর হায়দার। ফরহাদ রেজাকে ৪ রানের বেশি করতে দেননি এবাদত। 
 
২১৬ রানেই ৭ উইকেট হারায় উত্তরাঞ্চল। তবে তাইজুলকে নিয়ে দিনের বাকিটা সময় পার করে দেন মুশফিক।  প্রথম শ্রেণিতে নিজের  সেঞ্চুরি তোলে নেন মুশফিক। 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago