সংগীত

এবার বৈশাখে গানের ভেলা

প্রতি বছরের মতো এবারও বৈশাখ উদযাপনের নানা আয়োজনের মধ্যে রয়েছে নববর্ষকে কেন্দ্র করে সাজানো গানের ডালি। সেই ডালিতে রয়েছে দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের মিউজিক ভিডিও। বৈশাখে আসা গানের কিছু খবর তুলে ধরা হলো দ্য ডেইলি স্টার অনলাইনের পাঠকদের জন্যে:
Habib
হাবিব ওয়াহিদের গান ‘ঝড়’। ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও বৈশাখ উদযাপনের নানা আয়োজনের মধ্যে রয়েছে নববর্ষকে কেন্দ্র করে সাজানো গানের ডালি। সেই ডালিতে রয়েছে দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের মিউজিক ভিডিও। বৈশাখে আসা গানের কিছু খবর তুলে ধরা হলো দ্য ডেইলি স্টার অনলাইনের পাঠকদের জন্যে:

এবার বৈশাখে হাবিব ওয়াহিদ নতুন গান ‘ঝড়’ নিয়ে হাজির হচ্ছেন। একটু অন্যরকমভাবে হাজির হচ্ছেন এই তারকা। খানিকটা সিনেমার ধাঁচে তৈরি করা হয়েছে গানের ভিডিওটি। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে প্রধান মডেল হিসেবে রয়েছেন হাবিব ওয়াহিদ ও শার্লিনা। অতিথি মডেল হিসেবে স্বনামধন্য সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের সঙ্গে থাকবেন এ প্রজন্মের অদিত, প্রীতম ও তৌফিক।

‘ঝড়’ গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। গানটির সুর-সংগীতের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। গানচিল থেকে প্রকাশিত হবে গানটি।

কণ্ঠশিল্পী তাহসান এবার বৈশাখে আসছেন ‘তোমার মাঝে’ নামের একটি গানের মিউজিক ভিডিও নিয়ে। গানটি প্রকাশ করছে সিএমভি।

minar er barabari
মিনারের নতুন মিউজিক ভিডিও ‘বাড়াবাড়ি’। ছবি: সংগৃহীত

বৈশাখকে মাথায় রেখে মিনারের নতুন গানের মিউজিক ভিডিও ‘বাড়াবাড়ি’ প্রকাশিত হয়েছে। গানটির মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো মডেল হয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তাঁর বিপরীতে মডেল হিসেবে রয়েছেন কলকাতার রাজদীপ গুপ্ত। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। আসিফ ইকবালের কথায় গানটির সুর করেছেন মিনার।

বৈশাখে একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন কর্নিয়া। গানের মিউজিক ভিডিওতেও থাকছেন তিনি। গত ৮ এপ্রিল বাংলাঢোলের ব্যানারে প্রকাশিত হয়েছে ‘নববর্ষ’ গানটি। অনুরূপ আইচের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বাংলাঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশের সবকটি মোবাইল ফোনের ভিডিও স্ট্রিমিং এ পাওয় যাবে গানটি।

kornia
কর্নিয়ার ‘নববর্ষ’। ছবি: সংগৃহীত

অগ্নিবীণায় পহেলা বৈশাখে প্রকাশিত হবে কাজী শুভ, রিংকু ও পূর্ণ মিলনের ফোক গানের অ্যালবাম ‘ব্যবধান’। আরও প্রকাশিত হবে কাজী শুভ ও স্বরলিপির দ্বৈত কণ্ঠে ‘তোর কথা ভাবে মন’ এবং এফ এ সুমনের ‘ঝুলবারান্দা’।

বাংলাঢোল প্রকাশ করেছে সৈয়দ আব্দুল হাদীর মেয়ে তনিমা হাদীর একক মিউজিক ভিডিও ‘মালতীলতা’। তানজিকা আমিন এবং ইরফান সাজ্জাদ গানটির মডেল হয়েছেন। তাঁদের আরেকটি গান ‘বৈশাখী প্রেম’ গেয়েছেন কুমার বিশ্বজিৎ।

এছাড়াও, ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের পাঁচটি গানও প্রকাশিত হয়েছে বাংলাঢোল থেকে।

Oyshee
ঐশীর ‘রঙ্গিলা বৈশাখে’। ছবি: সংগৃহীত

জিসান মাল্টিমিডিয়া থেকে ঐশীর ‘রঙ্গিলা বৈশাখে’ নামের একটি লিরিক্যাল ভিডিও প্রকাশিত হচ্ছে। গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম এবং সুর করেছেন ওয়াহিদ শাহীন।  

সিডি ভিশনের ব্যানারে রয়েছে শাওন গানওয়ালার একক গান ‘অবুঝ প্রকাশ পাবে’। গানটি লিখেছেন সজীব শাহরিয়ার। সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। বৈশাখে গানটির লিরিক্যাল ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

Comments

The Daily Star  | English

Onions sting

Prices of onion increased by Tk 100 or more per kg overnight as traders began stockpiling following the news that India had extended a virtual restriction on its export.

11h ago