ঢাকা পরিষ্কারে গিনেজ বিশ্ব রেকর্ড
ঢাকা শহর পরিচ্ছন্ন রাখার প্রত্যয় নিয়ে এক সাথে ঝাড়ু দিলেন হাজারো মানুষ। আর এতেই হল বিশ্ব রেকর্ড। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে বাংলা নববর্ষের প্রাক্কালে আজ ১৫ হাজারের বেশি মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন।
নিজেদের নগরী পরিচ্ছন্ন রাখতে সচেতনতা তৈরিতে গত ৪ এপ্রিল এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। সে অনুযায়ী আজ সকাল ৮টা থেকেই অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়। সেখান থেকে পাওয়া তথ্য বলছে সর্বমোট ১৫ হাজার ৩০৪ জন আজ সকাল ১০টা ৫০ মিনিটে ঝাড়ু হাতে গোলাপ শাহ মাজার থেকে মুক্তাঙ্গন হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পরিষ্কার করেছেন।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের নিরীক্ষকরা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। যাচাই প্রক্রিয়া শেষে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদানের মাধ্যমে তারা এর স্বীকৃতি দিবে।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, চিত্র নায়ক রিয়াজ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও গাজী গ্রুপের চেয়ারম্যান গাজী গোলাম দস্তগীর সচেতনতামূলক এই কর্মসূচিতে অংশ নেন।
এর আগে এই রেকর্ড ছিল ভারতের ভাদোদারা মিউনিসিপাল করপোরেশনের। গত বছর পাঁচ হাজারের বেশি মানুষ এতে অংশ নিয়েছিল।
Comments