চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল: রিয়াল-বায়ার্ন, রোমা-লিভারপুল
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। ইংলিশ ক্লাব লিভারপুলের প্রতিপক্ষ ইতিলিয়ান ক্লাব এএস রোমা।
সুইজারল্যান্ডে উয়েফা সদর দপ্তরে শুক্রবার বিকেলে হয়েছে সেমিফাইনালের ড্র। তাতে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল-বায়ার্ন। গতবার কোয়ার্টার ফাইনালে রিয়ালের কাছে হেরেই বিদায় নিয়েছিল বায়ার্ন। এবার তারা পাচ্ছে শোধ নেওয়ার সুযোগ।
ইউরোপুয়ান ক্লাব কাপের সর্বোচ্চ টুর্নামেন্টে ১৯৮৪ সালের পর আবার প্রতিপক্ষ হয়েছে রোমা-লিভারপুল।
রোমা-লিভারপুল ম্যাচ দিয়ে সেমিফাইনালের প্রথম লেগ হবে ২৪ এপ্রিল। পরদিন রিয়াল-বায়ার্ন ম্যাচ। দ্বিতীয় লেগ হবে ২ মে।
ম্যাচ |
প্রথম লেগ |
দ্বিতীয় লেগ |
বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ |
অ্যালিয়াঞ্জ অ্যারেনা ২৫ এপ্রিল, ২০১৮ |
বার্নাব্যু ১ মে, ২০১৮ |
লিভারপুল-এএস রোমা |
অ্যানফিল্ড ২৪ এপ্রিল, ২০১৮ |
স্তাদিও অলিম্পিকো ২ মে, ২০১৮ |
Comments