মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীদের জাতিসংঘ পদক লাভ
পশ্চিম আফ্রিকার মালিতে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ)-এর ১৩৯ জনের মতো সদস্যকে দেশটিতে শান্তি রক্ষায় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যে জাতিসংঘের পদক পুরস্কার দেওয়া হয়েছে।
সম্প্রতি, রাজধানী বামাকোতে অবস্থিত ইউনাইটেড ন্যাশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (এমআইএনইউএসএমএ)-এ অপারেশনাল বেজে এই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ (১৪ এপ্রিল) এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের উপ-বিশেষ প্রতিনিধি কোয়েন দাভিদসে, এমআইএনইউএসএমএ পুলিশ কম্পোনেন্টের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জঁ ফ্রেদেরিক সিলিয়খ, বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলসহ আরও অনেকে সেই বর্ণাঢ্য পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল সিলিয়খ বলেন, “বাংলাদেশের সুসজ্জিত পুলিশ সদস্যরা তাঁদের মিশনের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তাঁরা এ কাজটি করেছেন দৃঢ় চিত্ত এবং পেশাদারিত্বের মাধ্যমে।”
“এমআইএনইউএসএমএ-এর পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন জানাই এবং আপনাদের কাজ সুন্দরভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন করছি।”
উল্লেখ্য, ২০১৩ সালে মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পর থেকে পদকপ্রাপ্ত এই রক্ষীরা বাংলাদেশি এফপিইউ-এর চতুর্থ রোটেশোন থেকে এসেছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনা ও পুলিশ বাহিনী দিয়ে সহায়তাকারী দেশগুলো মধ্যে দ্বিতীয়। সারাবিশ্বে সাত হাজারের বেশি বাংলাদেশি শান্তিরক্ষী কাজ করে যাচ্ছেন। এর মধ্যে মালিতে রয়েছেন ১,৬০০-র ওপরে।
Comments