ঢাকায় ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান
রাজধানীতে আজ (১৬ এপ্রিল) সকালে থেকে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান কিছু সময়ের জন্যে চলবে বলেও জানানো হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর দুটি ভ্রাম্যমাণ আদালতকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই অভিযান চালাতে দেখা যায়।
বিআরটিএ-এর মুখপাত্র মাহবুবে রব্বানি দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকাল ৯টায় এই অভিযান শুরু হয়।
ফিটনেস কাগজপত্র নেই এমন গাড়িগুলোকে বিআরটিএ কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছে বলেও উল্লেখ করা হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সে স্থান পরিদর্শন করার কথা রয়েছে বলেও জানানো হয়।
Comments