‘দেবী’-র রহস্যময়তা
‘দেবী’ চলচ্চিত্রের প্রথম পোস্টারে মিসির আলি চরিত্রের লুকে চমকে দিয়েছিলেন চঞ্চল চৌধুরী। দ্বিতীয় পোস্টার রানু চরিত্রে দেখা যায় জয়া আহসানকে।
গতকাল (১৫ এপ্রিল) রাতে জাজ মাল্টি মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ‘দেবী’ ছবির দুই মিনিট আট সেকেন্ডের টিজার। সেখানে দেখা মেলে জয়া আহসান ও শবনম ফারিয়ার। রহস্য যেন একটু একটু করে বাড়ছে ‘দেবী’ চলচ্চিত্রের ঘটনায়।
টিজারটিতে মাত্র একটি দৃশ্যে দেখা যায় শবনম ফারিয়াকে। বাকিটা জুড়ে রয়েছেন রানু চরিত্রের জয়া আহসান। টিজারটি দেখে মনে হয়, চরিত্রটির সঙ্গে অদ্ভুতভাবে মিশে গেছেন তিনি।
ছবিটির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “তাঁর ‘দেবী’ ছবির মূল চমক মিসির আলি- এতে কোনও সন্দেহ নেই। ফলে সেটির ঝলক দেখতে দর্শকদের আরও একটু অপেক্ষা করতে হবে।”
অনম বিশ্বাসের পরিচালনায় ‘দেবী’ ছবিতে জয়া আহসান এবং চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।
Comments