‘নৈতিকভাবে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য ট্রাম্প’

James Comey and Donald Trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “শারীরিকভাবে নয়, নৈতিকভাবে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য” বলে মন্তব্য করেছেন সাবেক এফবিআই প্রধান জেমস কমি।

সম্প্রতি, কমি তাঁর নতুন বই “অ্যা হায়ার লয়ালিটি: ট্রুথ, লাইস অ্যান্ড লিডারশিপ” বিষয়ে এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

এসময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে “সদা মিথ্যাবাদী” এবং “কাছের সবাইকে তিনি কলঙ্কিত করেন” বলেও মন্তব্য করেন।

কমি বলেন, “আমেরিকার প্রেসিডেন্টকে অবশ্যই সম্মান অর্জন করতে হবে এবং দেশের মূল ভিত্তিগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সত্য বলতে হবে। তিনি তা করতে পারছেন না।”

কমির মতে, “ট্রাম্প নারীদেরকে শুধুই মাংসপিণ্ড মনে করেন”। এছাড়াও, “ছোট-বড় সব বিষয় নিয়েই তিনি মিথ্যা বলেন” এবং “আমেরিকানদের তা বিশ্বাস করতে প্ররোচিত করেন।”

সাবেক এই এফবিআই কর্মকর্তার কথায় ক্ষেপেছেন ট্রাম্প ও রিপাবলিকানরা। তারা উল্টো কমিকেই “মিথ্যাবাদী” হিসেবে আখ্যা দিয়েছেন।

শুধু তাই নয়, রিপাবলিকান পার্টির পক্ষ থেকে কমির বইয়ের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্যে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। দেশটির গোপন নথি প্রকাশের জন্যে কমিকে দায়ী করা হয়।

কমিকে “এফবিআইয়ের ইতিহাসে সবচেয়ে খারাপ পরিচালক” হিসেবে মন্তব্য করতেও ছাড়েননি প্রেসিডেন্ট ট্রাম্প।

এবিসিতে অপর এক সাক্ষাৎকারে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডারও কমির বিরুদ্ধে একই কথার প্রতিধ্বনি করেছেন।

কমিকে স্বঘোষিত তথ্য ফাঁসকারী হিসেবে উল্লেখ করেছেন প্রেস সেক্রেটারি। “এই সাবেক এফবিআই কর্মকর্তা কংগ্রেসের সামনে মিথ্যা বলেছেন,” মন্তব্য স্যান্ডারের।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

3h ago