গাজীপুরের এসপি হারুনের প্রত্যাহার চায় বিএনপি

গাজীপুর জেলার বর্তমানে পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত মোহাম্মদ হারুন অর রশিদকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানিয়েছে বিএনপি।

গাজীপুর জেলার বর্তমানে পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত মোহাম্মদ হারুন অর রশিদকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানিয়েছে বিএনপি।

আজ (১৭ এপ্রিল) ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বিএনপির এক প্রতিনিধিদল এই দাবি জানায়।

প্রতিনিধি দল বলে, গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ইতোপূর্বে ২০১৬ সালে গাজীপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় একটি বিশেষ দলের পক্ষে প্রকাশ্যে অবস্থান গ্রহণের কারণে তাঁকে নির্বাচন কমিশন কর্তৃক একবার প্রত্যাহার করা হয়েছিল।

এছাড়াও, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনী এলাকায় কর্মরত মোহাম্মদ হারুন অর রশিদের মতো সিভিল প্রশাসন ও পুলিশের চিহ্নিত দলবাজ ও বিতর্কিত কর্মকর্তাদের বদলি করে নিরপেক্ষ পেশাদার কর্মকর্তাদের নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলেও দাবি জানায় বিএনপি।

সিইসি-র সঙ্গে বৈঠককালে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দৃশ্যমানভাবে নাম, পদ ও ব্যাচসহ ইউনিফর্ম পড়ে দায়িত্ব পালন করারও দাবি জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য সাদা পোশাকে দায়িত্ব পালন করতে পারবেন না বলেও বিএনপি তাদের দাবিতে উল্লেখ করে।

Comments