মে মাসের দ্বিতীয় সপ্তাহে জাতীয় দলের ক্যাম্প
বিসিএল শেষ হবে ২৭ এপ্রিল। তারপর বেশ কয়েকদিনের ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা। দুই সিরিজ সামনে রেখে জাতীয় দলের প্রাথমিক অনুশীলন ক্যাম্প শুরু হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে।
সব কিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাওয়ার কথা বাংলাদেশের। ওই সিরিজের পর দেশে ফিরে জুনের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে টাইগাররা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন এই দুই সিরিজের জন্য নির্বাচিত ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু হবে মে মাসের ১৩ তারিখ , ‘১৩ মে থেকে ক্যাম্প শুরুর কথা আছে। ক্রিকেট অপারেশন্স থেকে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।'
এ দলের ক্যাম্পের শুরুর কথাও জানিয়েছেন প্রধান নির্বাচক। এইচপি দলের সঙ্গে মিলিয়ে ২০-২২ জনের স্কোয়াড নিয়ে শুরু হবে সেই ক্যাম্প, 'আমাদের এইচপি দলের সঙ্গে একীভূত করছি এ-দলের ক্যাম্প। ২০-২২ জনের দল নির্বাচন করা হয়েছে। আগামী মাসের ২৩ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে। এইচপি দলের সঙ্গে ওদের যুক্ত করা হবে। '
'জাতীয় দলের মধ্যে দল গঠনে আমরা দুই ধরনের প্রক্রিয়া অনুসরণ করি। একটি হল তড়িৎ বিকল্প তৈরি রাখা। আর একটি প্রক্রিয়া ডেভলপিং, দুই বছরের মধ্যে যারা জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা রাখে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দল ঘোষণা করা হবে।'
Comments