১ মিনিটের কালবৈশাখী ঝড় পশ্চিমবঙ্গে কেড়ে নিল ১৪ জনের প্রাণ

মাত্র এক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কলকাতাসহ এর পার্শ্ববর্তী কয়েকটি জেলা। ঝড়ে গাছ পড়ে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, হোডিং ভেঙে এবং বাড়ির ছাদ পড়ে এখন পর্যন্ত ১৪ জনের প্রাণ হারানোর খবর দিচ্ছে কলকাতার গণমাধ্যম।
Kalbaishakhi in West Bengal
১৭ এপ্রিল ২০১৮, ভারতের পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ে অন্তত ১৪ জন মারা যান। ছবি: স্টার

মাত্র এক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কলকাতাসহ এর পার্শ্ববর্তী কয়েকটি জেলা। ঝড়ে গাছ পড়ে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, হোডিং ভেঙে এবং বাড়ির ছাদ পড়ে এখন পর্যন্ত ১৪ জনের প্রাণ হারানোর খবর দিচ্ছে কলকাতার গণমাধ্যম।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছেন, মঙ্গলবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটার পরই দুই দফায় কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে। প্রথমটির গতিবেগ ছিল ঘণ্টায় ৮৪ কিলোমিটার, পরেরটির ঘণ্টায় ৯৮ কিলোমিটার। মাত্র এক মিনিটের দ্বিতীয় ঝড়টি ছিল সর্বোচ্চ গতিবেগের।

খবরে প্রকাশ, কালবৈশাখী ঝড়ে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে রাজধানী কলকাতায়। এরপর পার্শ্ববর্তী হাওড়া, হুগলী, এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়াতেও হতাহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago