সকল দলের অংশগ্রহণের সুষ্ঠু নির্বাচনের আশাবাদ এইচ টি ইমামের

HT Imam
১৭ এপ্রিল ২০১৮, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কলকাতার অরবিন্দ ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: স্টার

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কলকাতায় এক আলোচনা সভায় যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। সেখানে তিনি কলকাতা ও ঢাকার গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন। তিনি এসময় জানান, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান পদে তৃতীয় বারের মতো মনোনীত হয়েছেন। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, আসন্ন নির্বাচন সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু এবং অবাধভাবে পরিচালনা করতে পারবেন। তিনি জানান, ১৬ এপ্রিল আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

ধর্মীয় মৌলবাদ বাংলাদেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠছেন কিনা- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। দেশে এখন এই ধরণের কোনও সমস্যা নেই।

জাতীয় নির্বাচনের মতো গুরুদায়িত্ব কাঁধে পড়ার প্রসঙ্গে তার প্রতিক্রিয়ায়, “এমন দায়িত্ব ২০০৮ এবং ২০১৪ সালে পালন করেছি এবং এখন শেখ হাসিনা মনে করেছেন আমি এই দায়িত্ব নিতে পারব। তাই তারা আমাকে কো-চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন।” তবে এজন্য বাংলাদেশের জনগণ এবং মিডিয়ার সহযোগিতা চান এইচ টি ইমাম।

কলকাতার ঐতিহাসিক অরবিন্দ ভবনে ১৭ এপ্রিল আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত। এছাড়াও, তরুণ গাঙ্গুলী ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে কলকাতায় বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

10h ago