এসএসসি পরীক্ষার ফল ৬ মে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৬ মে প্রকাশিত হবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সেই দিন সকাল ১০টায় দেশের ১০ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উপস্থিতিতে তিনি পরীক্ষার ফলের একটি কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিবেন বলেও জানান।
এরপর, সেদিন দুপুরে শিক্ষামন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
শিক্ষার্থীরা পরীক্ষার ফল নিজ নিজ স্কুল থেকে নিতে পারবে। আনুষ্ঠানিক ফল প্রকাশের পর তা সরকারের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এছাড়া, এসএমএস-এর মাধ্যমেও ফল জানা যাবে।
উল্লেখ্য, এ বছর ২৮,৫৫১ শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২,০৩১,৮৯৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। লিখিত পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হয়ে তা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
Comments