নুসরাত ফারিয়ার ‘পটাকা’-র ট্রেলার মিলবে ২১ এপ্রিল
অভিনেত্রী নুসরাত ফারিয়ার ‘পটাকা’ মিউজিক ভিডিও মুক্তি পাবে আগামী ২৬ এপ্রিল। তবে এর ট্রেলারটি মিলবে আগামী ২১ এপ্রিল। এখন এ নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় কাটচ্ছেন তিনি।
নুসরাত ফারিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার এই গানটি একটি উৎসবের গান। প্রতিটি উৎসবে যেমন পটকা ফাটানো হয় তেমনি শিহরণ পাওয়া যাবে এই গানটি শুনে। সবাই গানটিকে অনুভব করবেন এবং গানের তালে তালে আনন্দ-উল্লাস করবেন সেটিই প্রত্যাশা করি।”
সিএমভির প্রযোজনায় তৈরি করা গানটি এর ইউটিউব চ্যানেল ছাড়াও দেখা যাবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স-এ।
গানটি সুন্দরভাবে বিন্যাস করার জন্য ছয়মাস অনুশীলন করেছেন নুসরাত ফারিয়া। রাকিব হাসান রাহুলের লেখা, প্রীতম হাসানের সুর-সংগীতে গানটির ভিডিও নির্মাণ করেছেন কলকাতার বাবা যাদব।
Comments