শেষ বলে সাকিবদের হার

বোলিংয়ে খরুচে সাকিব আল হাসান ব্যাটিং দিয়ে পুষিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। ভালো শুরু পেয়েও টানতে পারেননি ইনিংস। খরুচে বল করে ভিলেন বনে যাওয়া রশিদ খানও ব্যাটিং দিয়ে হিরো হওয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত কিছুই হয়নি। কাছে গিয়েও হেরেছে তাদের দল সানরাইজার্স হায়দরাবাদ।
Kane Williamson-IPL
ফাইল ছবি: এএফপি

বোলিংয়ে খরুচে সাকিব আল হাসান ব্যাটিং দিয়ে পুষিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। ভালো শুরু পেয়েও টানতে পারেননি ইনিংস। খরুচে বল করে ভিলেন বনে যাওয়া রশিদ খানও ব্যাটিং দিয়ে হিরো হওয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত কিছুই হয়নি। কাছে গিয়েও হেরেছে তাদের দল সানরাইজার্স হায়দরাবাদ।

রোববার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে ৪ রানে হেরেছে সাকিবদের দল। চেন্নাইর করা ১৮২ রানের জবাবে ১৭৮ রানে থেমেছে তাদের ইনিংস।  শেষ বলে ছক্কা মারার চাহিদায় ১ রান নিতে পারেন রশিদ। তার আগেই অবশ্যই দুই ছক্কা আর এক চারে জেতার পরিস্থিতি তৈরি করেছিলেন তিনিই।

টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়ে দারুণ শুরু পেয়েছিল সানরাইজার্স। ঝড় তোলার আগেই দুই ওপেনার শেন ওয়াটসন ও ফাফ ডু প্লেসিকে ফেরান ভুবনেশ্বর কুমার ও রশিদ খান। তৃতীয় উইকেটে সুরেশ রায়না ও আম্বাতি রাইডুর ঝড়ো ১১২ রানের জুটিতে হায়দরাবাদের সব পরিকল্পনা হাওয়ায় মিশে যায়। পাওয়ার প্লেতে বল পেয়ে শুরুটা আটোসাটো করেছিলেন সাকিব। দেন মাত্র ৪ রান। পরের ওভারেও চেপে রাখেন ব্যাটসম্যানদের। 

তবে শেষ দুই ওভারে তাকে সুবিধা করতে দেননি রাইডু-রায়না। ৪ ওভারের কোটা পূরণ করতে ৩২ রান দিয়েছেন সাকিব। সাকিব তাও কিছুটা কম দিয়েছেন। আফগান লেগ স্পিনার রশিদ খানের সব রহস্য যেন হঠাৎ উধাও। তার উপর দিয়ে এদিনও বয়ে গেছে ঝড়। ৪ ওভার বল করে ৪৯ রান দিয়েছেন তিনি, খেয়েছেন ৩ ছক্কা আর ৫ চার। এই নিয়ে টানা তিন ম্যাচে ৩০ রানের উপর দিলেন রশিদ।

রশিদ-সাকিবদের মার খাওয়ার দিনে ৩৭ বলে ৭৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রাইডু। তিনি যেতে পারতেন আরও অনেক দূর। রায়নার সঙ্গে বোঝাপড়ায় গড়বড় করে রান আউটে কাটা পড়েন তিনি। ৪৩ বলে ৫৪ করে অপরাজিত থেকে যান রায়না। শেষ দিকে নেমে তাণ্ডব চালিয়েছেন অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি। ৩ চার আর ১ ছক্কায় ১২ বলে ২৫ করে অপরাজিত থাকেন চেন্নাই অধিনায়ক।

১৮৩ রানের লক্ষ্য তাড়ায় সানরাইজার্সের শুরুটাও হয় ভয়াবহ। ২২ রানে ৩ উইকেট খুইয়ে খাদের কিনারে চলে যায় তারা। মিডিয়াম পেসার দীপক চাহার দেখান মুন্সিয়ানা। টানা ৪ ওভার করে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নেন তিনি। অধিনায়ক কেইন উইলিয়ামসনের সঙ্গে তখনই জোট বাধেন সাকিব। তার সামনে সুযোগ ছিল নিজেকে মেলে ধরার। সাকিবের ১৯ বলে ২৪ রানের ইনিংস থামে বাজে শটে। লেগ স্পিনার করন শর্মার বলে জায়গা বের না করেই সুইপ খেলে ক্যাচ দেন ফাইন লেগে।

এক দিকে টিকে উইলিয়ামসন তবু দিচ্ছিলেন ভরসা। ৫১ বলে ৫টি করে ছক্কা-চারে তার ৮৪ রানের ইনিংস থামে রান বাড়ানোর তাড়নায়। ছয়ে নেমে ২৭ বলে ৪৫ রানের ইনিংসে ইউসুফ পাঠানও সানরাইজার্সকে দেখাচ্ছিলেন আলো। শার্দুল ঠাকুরের নাকাল বলে ক্যাচ দেন ইউসুফ।

এই হারে পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে সাকিবদের দল। ৫ ম্যাচের ৪টাই জিতে শীর্ষে চেন্নাই।

 

Comments

The Daily Star  | English

Army given magistracy power

In order to improve law and order, the government last night gave the power of magistracy to commissioned army officers for 60 days.

23m ago