নড়ে উঠল ‘মৃত’ নবজাতক

জন্মের পর পরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছিল এক নবজাতককে। কয়েক ঘণ্টা বাদে দাফনের জন্য গোসল করানোর সময় নড়ে ওঠে শিশুটি। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিশুটির চিকিৎসা চলছে।
‘ডেথ সার্টিফিকেট’-এর তথ্যে বলা হয়, সাভারের শারমিন আক্তার সকাল ৮টার দিকে মৃত মেয়ে শিশু প্রসব করেন। তার স্বামীর নাম মিনহাজ উদ্দিন। এতে শিশুটির নাম মিম হিসেবে উল্লেখ করা হয়েছে।
আজিমপুর কবরস্থানের তত্ত্বাবধায়ক হাফিজুল ইসলাম বলেন, শিশুটিকে দাফনের জন্য আনা হয়েছিল। গোসল করানোর সময় শিশুটি নড়ে ওঠে। তখনই আমরা বুঝতে পারি শিশুটি বেঁচে আছে।
নবজাতকের মামা শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, মিম বেঁচে আছে বুঝতে পারার পর দ্রুত তাকে আজিমপুরে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে শের-ই-বাংলা নগরে ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডাক্তাররা জানিয়েছেন মিমকে নিবিড় পরিচর্যার মধ্যে রাখা হয়েছে। তার অবস্থার কিছুটা উন্নতিও হয়েছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. আব্দুল আজিজ হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, হাসপাতালের সবাই সর্বোচ্চ চেষ্টা দিয়ে শিশুটিকে রক্ষার চেষ্টা চালিয়ে যাবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তদন্তের পর তিনি এ ব্যাপারে মন্তব্য করবেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিল নবজাতক মিম। তার মা এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Comments