‘গ্লোবাল উইমেন লিডারশিপ’ পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে নারী শিক্ষা ও নারী উদ্যোক্তাদের অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে গ্লোবাল ইউমেন লিডারশিপ পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা গ্লোবাল সামিট ফর উইমেন এশিয়া ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে শেখ হাসিনাকে পুরস্কৃত করবে।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তার মন্ত্রণালয়ে আজ এক সংবাদ সম্মেলনে বলেন, পুরস্কারের পাশাপাশি আজীবন সম্মাননাও পাবেন প্রধানমন্ত্রী। আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনিতে গ্লোবাল সামিট ফর উইমেন-এর একটি শীর্ষ সম্মেলন হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে শেখ হাসিনা সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানেই তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পাশাপাশি গ্লোবাল সামিট ফর উইমেনও তাদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে।
সফরকালে তিনি মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি, নিরাপত্তা শিক্ষা ও ক্রীড়া বিষয়ে অস্ট্রালিয়ার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ বলেও মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর।
Comments