খেলা

মাশরাফির ফেরার দিনে রাজ্জাকের রেকর্ড

পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা উত্তরাঞ্চলের জন্যে শিরোপা নিশ্চিতের ম্যাচ। চার বছর পর বিসিএলে খেলতে নামায় মাশরাফি মর্তুজাও ম্যাচটির বড় আকর্ষণের। এসবের মাঝে প্রথম দিনে আলোটা নিজের দিকে নিয়ে নিলেন আব্দুর রাজ্জাক। আরও একবার ৫ উইকেট নিয়ে প্রথম শ্রেণিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।

পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা উত্তরাঞ্চলের জন্যে শিরোপা নিশ্চিতের ম্যাচ। চার বছর পর বিসিএলে খেলতে নামায় মাশরাফি মর্তুজাও ম্যাচটির বড় আকর্ষণের। এসবের মাঝে প্রথম দিনে আলোটা নিজের দিকে নিয়ে নিলেন আব্দুর রাজ্জাক। আরও একবার ৫ উইকেট নিয়ে প্রথম শ্রেণিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।

আগের ম্যাচে ১০৬ রানে ৬ উইকেট নিয়ে রাজ্জাক স্পর্শ করেছিলেন এনামুল হক জুনিয়রকে। প্রথম শ্রেণিতে  ৩২বার এমন কীর্তি ছিল এনামুলের। এখন ৩৩ বার পাঁচ উইকেট নিয়ে রাজ্জাকই শীর্ষে। ১১৮তম প্রথম শ্রেণির ম্যাচে নামা রাজ্জাকের উইকেট হয়ে গেছে ৫৩২। উইকেট নেওয়াতেও দেশি বোলারদের মধ্যে শীর্ষে আছেন তিনি।

খুলনার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ৫৩ রানে ৫ উইকেট নিয়ে উত্তরাঞ্চলকে মাত্র ১৮৭ রানে গুটিয়ে দেন রাজ্জাক। 

সকালে টস জিতে আগে ফিল্ডিং নেয় স্বাগতিক দক্ষিণাঞ্চল। শুরুতেই জুনায়েদ সিদ্দিকিকে আউট করে সাফল্য এনে দেন মাশরাফি।  মিজানুর রহমান ও ফরহাদ হোসেনকে ফেরান সাকলাইন সজীব। এরপরই মঞ্চে আবির্ভাব রাজ্জাকের। উত্তরাঞ্চলের মিডল অর্ডারে আঘাত হানেন, মুড়ে দেন লেজটুকুও।

রাজ্জাকের তেতে উঠার দিনে এক প্রান্তে আগলে থেকে সর্বোচ্চ ৫০ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। সাকলাইন পেয়েছেন ২০ রানে ২ উইকেট। ১২ ওভার বল করে ৪৯ রানে ১ উইকেট মাশরাফির।

Comments

The Daily Star  | English
VIP movements in Dhaka

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

15h ago