বকেয়া পরিশোধ ও মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের ধর্মঘট
১৬ মাসের বকেয়া ও দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটের ২২টি চা বাগানের শ্রমিকরা ধর্মঘটে গেছেন।
সিলেটের চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা দ্য ডেইলি স্টারের মৌলভীবাজার প্রতিনিধিকে জানান, মজুরি নিয়ে চা শ্রমিক ও মালিকদের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা থাকলেও তা এখনও স্বাক্ষরিত হয়নি। এটাও তাদের ধর্মঘটের একটি কারণ।
চা শ্রমিকদের দৈনিক মজুরি এখন মাত্র ৮৫ টাকা। ধর্মঘটী শ্রমিকরা মজুরি বৃদ্ধি করে ২০০টাকা করার দাবি জানাচ্ছেন।
রাজু গোয়ালা বলেন, “মালিক পক্ষ মজুরি চুক্তি করতে টালবাহানা করছে। এ কারণে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
ওই শ্রমিক নেতা জানান, প্রতি দুই বছর অন্তর মজুরি চুক্তি হওয়ার কথা। কিন্তু তিন বছর পার হয়ে গেলেও নতুন চুক্তিতে মালিক পক্ষের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। এ কারণেই তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন।
Comments