৫৭ ধারার মামলায় বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী গ্রেপ্তার

চাকরির অনলাইন পোর্টাল বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফাহিম মাশরুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে।
বাংলাদেশের সবচেয়ে বড় চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফাহিম মাশরুর। ছবি: সংগৃহীত

চাকরির অনলাইন পোর্টাল বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফাহিম মাশরুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আল সাদিক গত ২২ এপ্রিল রাজধানীর কাফরুল থানায় দায়ের করা মামলায় আজ তাকে গ্রেফতার করা হলো।

ডিএমপির উপ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বার্তা ইউএনবিকে জানান, কারওয়ান বাজারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ভবনের অষ্টম তলা থেকে পুলিশের একটি দল তাকে আটক করে।

মামলার অভিযোগে বলা হয়, ফাহিম মাশরুর ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক কার্টুন আপলোড ও শেয়ার করেছিলেন। এছাড়াও তিনি মিথ্যা ও অপমানজনক স্ট্যাটাস দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন এবং এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। এর মাধ্যমে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করেই এই মামলা করার সিদ্ধান্ত হয়েছে বলেও বাদীর আবেদনে উল্লেখ করা হয়েছে। এর সাথে ফাহিম মাশরুরের ফেসবুক স্ট্যাটাসের আটটি স্ক্রিনশট যুক্ত করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago