পার্বতী নম্বর ২৩

ঢাকাই চলচ্চিত্রে সফল নায়িকাদের একজন সাদিকা পারভিন পপি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমানেও দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। প্রথম ছবি ‘কুলি’ দিয়েই দর্শকদের মন জয় করেন পপি। তারপর, আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
Popy
চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রে সফল নায়িকাদের একজন সাদিকা পারভিন পপি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমানেও দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। প্রথম ছবি ‘কুলি’ দিয়েই দর্শকদের মন জয় করেন পপি। তারপর, আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

বর্তমানে আরিফুর জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামের নতুন একটি ছবিতে অভিনয় করছেন পপি। তাঁর বিপরীতে রয়েছেন গাজী রাকায়েত। এতে আরও অভিনয় করছেন ফেরদৌস, তমা মির্জা, মৌসুমী হামিদ প্রমুখ।

পপি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবিটিতে আমি পার্বতী চরিত্রে অভিনয় করছি। এটি আমার পছন্দের একটি চরিত্র। এ চরিত্রে কাজ করতে পারায় আমার অনেক দিনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।”

“চরিত্রটির জন্য নিজেকে তৈরি করছি। বার বার চিত্রনাট্য পড়ছি। ‘দেবদাস’-এ বাঙালি নারীর প্রেমের প্রতীক হলো পার্বতী,” যোগ করেন ‘গঙ্গাযাত্রা’-খ্যাত এই অভিনেত্রী।

তিনি জানান, ‘দেবদাস’-কে নিয়ে উপমহাদেশে অন্তত ২২টি সিনেমা তৈরি করা হয়েছে। সেরা নায়িকারা পার্বতীর চরিত্রে অভিনয় করেছেন। এবার ২৩তম নায়িকা হিসেবে তিনি এ চরিত্রে অভিনয় করছেন বলেও উল্লেখ করেন পপি।

Comments