খেলা

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। খেলা হবে ওভালে। প্রাথমিক পর্বে ৮ ভেন্যুতে ঘুরে ঘুরে বাংলাদেশ খেলবে মোট ৯ ম্যাচ। ৩০ মে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষও দক্ষিণ আফ্রিকা।
Bangladesh Cricket Team
ছবি: ফিরোজ আহমেদ

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। খেলা হবে ওভালে। প্রাথমিক পর্বে ৮ ভেন্যুতে ঘুরে ঘুরে বাংলাদেশ খেলবে মোট ৯ ম্যাচ। ৩০ মে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষও দক্ষিণ আফ্রিকা।

বুধবার কলকাতায় আইসিসির প্রধান নির্বাহীদের সভায় চূড়ান্ত হয়েছে সূচি। বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদনের জন্য তা উঠবে বোর্ড সভায়।

এই সূচি এখনো চূড়ান্ত না হলেও অদল বদলের সম্ভাবনা খুব বেশি নেই বলে জানা গেছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো পূর্ণাঙ্গ সূচী প্রকাশ করেছে।

সেই সূচি অনুযায়ী ২ জুন লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে মাশরাফি বিন মর্তুজার দল।  বাংলাদেশের পরের ম্যাচও এই ওভালেই। বাংলাদেশের সুখস্মৃতি জড়ানো ভেন্যু কার্ডিফে স্বাগতিকদের প্রতিপক্ষ পেয়েছে টাইগাররা।

ইংল্যান্ড ও ওয়েলসের কয়েকটি ভেন্যু ঘুরে শেষ ম্যাচে আবার লন্ডন ফিরবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সেখানেই বাংলাদেশের প্রাথমিক পর্বের শেষ ম্যাচ।

লম্বা সময়ে একে অন্যের বিপক্ষে প্রাথমিক পর্বের লড়াই শেষে সেমি ফাইনাল ও ফাইনাল হবে ৯ ও ১১ জুলাই। প্রাথমিক পর্ব পেরিয়ে আসা সেরা চার দল খেলবে এতে। ১৪ জুলাই ক্রিকেট মক্কা লর্ডসে হবে বিশ্বকাপের ফাইনাল।

 

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি:

তারিখ

প্রতিপক্ষ

ভেন্যু

২ জুন ২০১৯

দক্ষিণ আফ্রিকা

ওভাল

৫ জুন, ২০১৯

নিউজিল্যান্ড

ওভাল (দিবারাত্রির ম্যাচ)

৮ জুন ২০১৯

ইংল্যান্ড

কার্ডিফ

১১ জুন ২০১৯

শ্রীলংকা

ব্রিস্টল

১৭ জুন ২০১৯

ওয়েস্ট ইন্ডিজ

টন্টন

২০ জুন ২০১৯

অস্ট্রেলিয়া

নটিংহ্যাম

২৪ জুন ২০১৯

আফগানিস্তান

সাউথ্যাম্পটন 

২ জুলাই ২০১৯

ভারত

বার্মিংহাম

৫ জুলাই ২০১৯

পাকিস্তান

লর্ডস

 

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

8h ago