ভারতে ট্রেনের সঙ্গে ধাক্কা স্কুল ভ্যানের, প্রাণ গেল ১৩ ছাত্রের
ভারতের উত্তর প্রদেশের কুশীনগরে ট্রেনের সঙ্গে একটি স্কুল ভ্যানের সংঘর্ষের ঘটনায় ১৩ জন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারকে দুই লাখ টাকা করে সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তিনি।
ভারতের গণমাধ্যমগুলো বলছে, কুশীনগরের দুদহির অরক্ষিত একটি রেলওয়ে ক্রসিংয় দিয়ে স্কুল ভ্যানটি যাচ্ছিল। এসময় একটি যাত্রীবাহী ট্রেন এসে স্কুল ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১৩ শিশু প্রাণ হারায়। এমন কি মৃত্যু হয় ভ্যান চালকেরও। গুরুত্বর আহত ৮ জন ছাত্রকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা সবাই কুশীনগরের ডিভাইন মিশন স্কুলের ছাত্রছাত্রী। স্থানীয় ‘ম্যাজিক ভ্যানে’ করে প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছিল তারা। কিন্তু রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময়ই এসে পড়ে ট্রেন।
Comments