স্মৃতি জাগানিয়া পুরনো গাড়ি
পুরনো গাড়ির প্রতি মাহমুদুল ফারুকের আগ্রহের যেন শেষ নেই। তাই গত ৪১ বছর থেকে তিনি সংগ্রহ করে যাচ্ছেন স্মৃতি জাগানিয়া সেই সব গাড়ি।
১৯৭৭ সালে শুরু হয় ফারুকের এই পুরনো গাড়ি সংগ্রহের ইতিহাস। বর্তমানে তাঁর কাছে রয়েছে বিভিন্ন যুগের ৬০টিরও বেশি ‘ক্লাসিক কার’। এই তালিকায় রয়েছে চার চাকার বাহন ছাড়াও বিভিন্ন রকমের মোটরসাইকেল এবং একটি ছোট উড়োজাহাজও।
আরও মজার বিষয় হচ্ছে এসব পুরনো গাড়ি সংগ্রহের পেছনে রয়েছে চমৎকারসব গল্প।
ফারুকের সংগ্রহে এমন কিছু গাড়ি রয়েছে যা এদেশের প্রখ্যাত জমিদাররা ব্যবহার করতেন। কিছু গাড়ি রয়েছে যা ব্যবহার করতেন স্বনামধন্য বুদ্ধিজীবীরা।
যেমন, ফারুকের সংগ্রহে রয়েছে ১৯৫৬ সালের শেভ্রলেট যা ব্যবহার করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এছাড়াও, তাঁর কাছে রয়েছে ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম এবং ‘সওগাত’-এর সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের ব্যবহৃত গাড়ি।
এই সাংগ্রহকের স্বপ্ন পুরনো গাড়ির একটি জাদুঘর তৈরি করা। ঢাকার দক্ষিণ খানের ময়নার টেক এলাকায় সেই স্বপ্নের জাদুঘর স্থাপনের চেষ্টাও রয়েছে তাঁর। শুধু তাই নয়, তাঁর এই স্বপ্ন আগ্রহীদের মাঝে ছড়িয়েও দিতে চান তিনি।
স্টার লাইভের এই ভিডিওটিতে দেখা যাবে সেই সাংগ্রহক এবং তাঁর সংগৃহীত গাড়িগুলো।
Comments