হ্যাটট্রিক করে বার্সেলোনাকে লিগ জেতালেন মেসি
চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠতে পারেননি কিন্তু স্প্যানিশ লা লিগা জেতার পথে অনেক এগিয়ে ছিলেন লিওনেল মেসিরা। দোপার্তিভো লা করুনার বিপক্ষে ড্র করলেই চলত। দারুণ এক হ্যাটট্রিক করে এক মৌসুম পর লিগ শিরোপা জেতালেন বার্সেলোনাকে।
রোববার রাতে দোপার্তিভোর মাঠে গিয়েও ৪-২ গোলের বড় জয় তুলেছে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা। কোচ হিসেবে নিতে পেয়েছেন প্রথম শিরোপার স্বাদ।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো বার্সেলোনা এগিয়ে যায় ৭ মিনিটেই। বক্সের ভেতর ঢুকে পড়া উসমান ডেম্বেলের পাস ধরা আড়াআড়ি শট বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফিলিপ কৌতিনয়ো।
লা লিগায় এই নিয়ে টানা সাত মৌসুম ৩০টির বেশি গোল পেলেন মেসি। মিনিট দুয়েক পর প্রতি আক্রমণে এক গোল শোধ করে দেপোর্তিভো।
দ্বিতীয়ার্ধে এমরে কোলাকের গোলে সমতায় ফিরে আসে স্বাগতিকরা। তখন মেসির আসল ম্যাজিক বাকি ছিল। ৮২ থেকে ৮৫। এই তিন মিনিটে মোহাবিষ্ট ফুটবল খেলে দুই গোল করে নিজের হ্যাটট্রিক ও দলের শিরোপা নিশ্চিত করেন মেসি।
লিগে এখনো চার ম্যাচ বাকি। বার্সেলোনার হয়ে গেছে ৮৬ পয়েন্ট। বাকি ম্যাচগুলো হারলেও তাই শিরোপা নিয়ে নেই সংশয়। ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেটিকো মাদ্রিদ। তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ ৩৪ ম্যাচে আছে ৭১ পয়েন্ট নিয়ে।
Comments