ল্যাঙ্গারই পেলেন অসিদের দুঃসময় পার করার দায়িত্ব
ড্যারেন লেম্যানের পর জাস্টিন ল্যাঙ্গারই অস্ট্রেলিয়ার কোচ হতে তৈরি ছিলেন। বল টেম্পারিং বিতর্কে ল্যামেনের আগেভাগে সরে দাঁড়ানোর পরই তার নাম স্বাভাবিক কারণে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে সাবেক এই টেস্ট ওপেনারের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
৪৭ বছর বয়সী ল্যাঙ্গার এমন এক সময় কোচ হলেন যখন দল আছে নানামুখী চাপে। ল্যাঙ্গারকে দায়িত্ব দেওয়া হয়েছে চার বছরের জন্যে। এই সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আছে দুটি অ্যাশেজ সিরিজ।
অস্ট্রেলিয়া ভবিষ্যৎ অধিনায়কের মতো ভবিষ্যৎ কোচও প্রস্তুত করে রাখে। সেদিক থেকে জাতীয় দলের কোচের জন্য অনেক দিন থেকেই ল্যাঙ্গারকে তৈরি করা হচ্ছিল। ল্যামেনের বিশ্রামে নানা সময় তিনি ভারপ্রাপ্ত কোচের দায়িত্বও পালন করেছেন।
খেলোয়াড়ি জীবনে দারুণ সফল ছিলেন ল্যাঙ্গার। স্টিভ ওয়াহ ও রিকি পন্টিংয়ের প্রতাপশালী অসি টেস্ট দলের নিয়মিত মুখ ছিলেন তিনি। খেলেছেন ১০৫টি টেস্ট, ওয়ানডে ক্যারিয়ার অবশ্য মাত্র ৮ ম্যাচের।
ওয়ানডাউন ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ার শুরুর পর ২০০১ সাল থেকে ম্যাথু হেইডেনের সঙ্গে ওপেনিংয়ে থিতু হন তিনি। ২৩ সেঞ্চুরিতে ল্যাঙ্গারের করেন ৭ হাজার ৬৯৬ রান।
সফল এই টেস্ট ক্রিকেটার কোচ হিসেবে কতটা সফল হন সেটাই এখন দেখার বিষয়।
Comments