আফগানিস্তান সিরিজের সূচি এই সপ্তাহেই
জুনের প্রথম সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি সূচি। তবে এক সপ্তাহের মধ্যেই তা হয়ে যাবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে শনিবার ঘোষণা করা হতে পারে প্রাথমিক দলও।
শুরুতে ওয়ানডে হওয়ার কথা থাকলেও বাংলাদেশের আগ্রহে সিরিজটি টি-টোয়েন্টি ফরম্যাটে হবে বলে আগেই চূড়ান্ত হয়েছে। বিসিবির দ্বিধা ছিল ম্যাচের সংখ্যা ও ভেন্যু নিয়ে। বৃহস্পতিবার সিইও আফগানিস্তান সিরিজের হালনাগাদ অবস্থা সাংবাদিকদের কাছে তোলে ধরেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে ক্রিকেট অপারেশন ম্যানেজার (সাব্বির খান) দেরাদুনে গেছেন। সেখানে মাঠ ও অন্যান্য সুবিধা দেখবেন। সরেজমিনে দেখে এসে দুই–তিনদিনের মধ্যে বোর্ডকে তিনি জানাবেন। তারপর আমরা সিরিজটার সফর সূচি চূড়ান্ত করব।’
সিরিজের সম্ভাব্য ভেন্যু ভারতের দেরাদুন নিয়ে শুরুতে আপত্তি ছিল বিসিবির। তবে অন্য কোন বিকল্প ভেন্যু না পাওয়ায় কিছুটা শিথিল হয়েছে বিসিবির অবস্থান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা দেরাদুনের সুযোগ সুবিধায় সন্তুষ্ট হলে চলতি সপ্তাহেই সূচি চূড়ান্ত করে ফেলবে দুই বোর্ড।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে দেশে আসার পর জুনের শেষ দিকেই ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে বাংলাদেশ দল। দুই সিরিজ সামনে রেখে শনিবার (৫মে) প্রাথমিক দল ঘোষণা করা হতে পারে বলে জানান নিজামউদ্দিন।
Comments