বন্ধ হয়ে যাচ্ছে ক্যামব্রিজ অ্যানালিটিকা

ফেসবুক থেকে এর ব্যবহারকারীদের তথ্য নিয়ে নিজেদের ব্যবসায়িক কাজে অবৈধভাবে ব্যবহার করায় বেশ বদনাম কুড়ায় ব্রিটেনের রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা। সেই রেশ ধরে এখন ব্যবসাই গোটাতে হচ্ছে একে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, ব্যবসায় ক্রমাগত মন্দার কারণে গতকাল (২ মে) প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্যামব্রিজ অ্যানালিটিকার এক বার্তায় বলা হয়, “সংবাদমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের কারণে প্রতিষ্ঠানটির সব গ্রাহক এবং তথ্য সরবরাহকারী এক এক করে চলে গেছেন। ফলে, ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।”
২০১৪ সাল থেকে ফেসবুকের কোটি কোটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে নিজেদের ব্যবসায়িক কাজে ব্যবহার করতে থাকে প্রতিষ্ঠানটি। কিন্তু, তা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গ্রাহক হারানোর সঙ্গে সঙ্গে আইনগত জটিলতায় পড়ে যায় এটি।
বার্তায় আরও বলা হয়, এখন প্রতিষ্ঠানটির দেউলিয়া হওয়ার দশা। তাই এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবরে আরও জানানো হয়, গতকালই ক্যামব্রিজ অ্যানালিটিকার লন্ডন অফিস থেকে সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান থাকবে বলেও জানানো হয়েছে ব্রিটেনের তথ্য কমিশনারের কার্যালয় (আইসিও) থেকে।
আইসিও-র এক বার্তায় বলা হয়, ব্যবসা বন্ধ হলেও ক্যামব্রিজ অ্যানালিটিকার পরিচালকদেরকে আইনের মুখোমুখি হতে হবে।
উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ২০১৩ সালের দিকে ক্যামব্রিজ অ্যানালিটিকা প্রতিষ্ঠিত হয়। এরপর, ফেসবুক থেকে তথ্য ‘চুরি’ করে তা সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজে লাগানো হয় বলে অভিযোগ উঠে ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে।
Comments