পিতা-পুত্র এক সঙ্গে ছোট পর্দায়

অপূর্ব অভিনয় করেন এটি সবাই জানেন। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে এবার অপূর্ব’র একমাত্র ছেলে আয়াশকেও দেখা যাবে অভিনয়ে।
‘বিনি সুতার টান’ নাটকে তারা পিতা-পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন। এতে আরও থাকছেন জাকিয়া বারী মম। এর পরিচালনায় রয়েছেন শিহাব শাহীন।
অপূর্ব দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার ছেলে আয়াশের সঙ্গে অভিনয় করার বিষয়টি ভীষণ ভালো লেগেছে। শুটিংয়ের সময় সে কোনোরকম ঝামেলা করেনি।”
ছেলের সঙ্গে কোনো শর্টই একবারের বেশি নিতে হয়নি উল্লেখ করে তিনি বলেন, “নাটকের পুরো সেট জমিয়ে রেখেছিল আমার ছেলে।”
‘বিনি সুতার টান’ নাটকটি আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
Comments