রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে ৫ জন নিহত

রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের গুলিতে শুক্রবার দুপুরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, নিহতরা হলেন তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, সুজন চাকমা, কনক চাকমা, সুজিত এবং সেতু চাকমা।
আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গতকাল গুলিতে নিহত নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) ভাইস চেয়ারম্যান শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্যে খাগড়াছড়ি থেকে তারা সেই উপজেলায় যাচ্ছিলেন।
ঘটনাটি নিশ্চিত করে রাঙ্গামাটির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “নিহতরা একটি মাইক্রোবাসের মধ্যে ছিলেন। দুপুর ১২টার দিকে গাড়িটি নানিয়ারচরের বেতছড়ি এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা গুলি চালায়। এসময় ঘটনাস্থলে পাঁচজন মারা যান।”
উল্লেখ্য, নিহত চেয়ারম্যান শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়া দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠিত হয়।
Comments