জিতেই চলেছে সাকিবের দল

 Kane Williamson
দলকে জেতানোর পথে অধিনায়ক উইলিয়ামসনের শট। ছবি: এএফপি

শেষ ওভারে দরকার ছিল ১৪ রানের। চার-ছক্কা মেরে প্রথম পাঁচ বলেই খেলে শেষ করে দেন ইউসুফ পাঠান। নবম ম্যাচে নেমে সানরাইজার্স হায়দরবাদ পায় সপ্তম জয়। দিল্লি ডেয়ারডেভিলসকে উড়িয়ে দেওয়ার দিনে অবশ্য বল হাতে তেমন সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান।

সানরাইজার্সের ঘরের মাঠে তাদের হারানো কঠিন হতো পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকা দিল্লির জন্যে। শনিবার রাতে সেটা পারেওনি তারা। দিল্লিকে সাত উইকেটে উড়িয়ে শীর্ষে অবস্থান করছে সানরাইজার্স।

টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৫ উইকেটে ১৬৩ রান করেছিল দিল্লি। ৭ উইকেট আর এক বল হাতে রেখে সেই রান টপকে যায় সানরাইজার্স।

দলের জয়ের দিনে কেবল বোলিং পেয়েছিলেন সাকিব। তাতে এবার কিছু করে দেখাতে পারেননি। নিজের ৪ ওভার থেকে ৩৪ রান দিয়েছেন শীর্ষ অলরাউন্ডার।

পৃথ্বী সাওয়ের ৩৬ বলে ৬৫ ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ৩৬ বলে ৪৪ রানের দুই ইনিংসে বলার মত রান জড়ো করেছিল দিল্লি। শেষ দিকে ১৩ বলে ২৩ করে বড় ভূমিকা রেখেছিলেন বিজয় শঙ্করও। তবে হায়দরবাদে ব্যাটসম্যানদের জন্য স্বর্গে ওই রান পরে যথেষ্ট হয়নি।

রান  তাড়ায় সানরাজার্সের হয়ে ব্যাট করতে নামা সবাই পেয়েছেন কম-বেশি রান। কোন ফিফটি না এলেও জয় পেতে তাই তাদের কোন বেগ পেতে হয়নি। ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ৩১ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন। শিখর ধাওয়ান আউট হন ৩৩ রান করে। ১৭ বলে ২১ করে লিয়াম প্লাঙ্কেটের বলে কাটা পড়েন মানিষ পান্ডে।

আগের সব ম্যাচে পাঁচে ব্যাট করার সুযোগ পেলেও এদিন সাকিবের বদলে আগে নামানো হয় ইউসুফ পাঠানকে। বড় শট খেলার ওস্তাদ পাঠান ঠিক সময়ে নেমে দলের চাহিদা পূরণ করার মতই খেলেছেন। মাত্র ১২ বলে দুটি করে ছক্কা-চারে ২৭ রান করে দলকে জিতিয়েই ফেরেন তিনি।

 

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

33m ago