এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাশের হার ৭৭.৭৭

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শেষ কয়েক বছরের তুলনায় এই হার কম। গত বছর পাশের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ।
এসএসসির ফল প্রকাশের পর রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদের উদযাপন। ছবি: প্রবীর দাশ

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শেষ কয়েক বছরের তুলনায় এই হার কম। গত বছর পাশের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ।

সারা দেশে জিপিএ ৫ পেয়েছে ১,১০,৬২৯ জন। গত বছর সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল এক ১,০৪,৭৬১। সেই হিসাবে পাশের হার কমলেও বেড়েছে জিপিএ ৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা।

শুধুমাত্র এসএসসিতে এ বছর পাশের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ। অন্যদিকে মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার যথাক্রমে ৭০ দশমিক ৮৯ শতাংশ ও ৭১ দশমিক ৯৬ শতাংশ।

২০১৭ সালে সাধারণ আট বোর্ডে গড়ে পাশের হার ছিল ৮১ দশমিক ২১ শতাংশ। আর মাদরাসা ও কারিগরি বোর্ডে পাশের হার ছিল যথাক্রমে ৭৬ দশমিক ২০ শতাংশ ও ৭৮ দশমিক ৬৯ শতাংশ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকাল ১০টায় ঢাকায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। পরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ নিজ নিজ বোর্ডের পক্ষে ফলাফল পধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন: যেভাবে জানা যাবে এসএসসির ফল

শিক্ষামন্ত্রী জানান, তিনি জানান, ১০ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। এর মধ্যে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন।

তিনি আরও জানান, এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭৯ দশমিক ৪০; যা গত বছরের চেয়ে কিছুটা কম। ছাত্র ছাত্রীর অনুপাত বিবেচনায় সাধারণ আট বোর্ডে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৭,৯২,০৯৭ জন ছাত্র। এর মধ্যে পাশ করেছে ৭৮ দশমিক ৪০ শতাংশ। অপর দিকে ছাত্রী অংশ নিয়েছে ৮,৩২,৩২৬ জন। ছাত্রীদের মধ্যে পাশের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। এতে দেখা যাচ্ছে পরীক্ষায় ৪০,২২৯ জন ছাত্রী বেশি অংশ নিয়েছে এবং ৪৭,৮২৩ জন ছাত্রী বেশি পাশ করেছে। সর্বোপরি সাধারণ আট বোর্ডে ছাত্রের তুলনায় ১ দশমিক ৯৫ শতাংশ ছাত্রী বেশি পাশ করেছে।

শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ফলাফল পাওয়া যাবে। এছাড়াও শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

Comments