গাজীপুরে নোমানসহ ৮ বিএনপি নেতা আটক

গাজীপুরে আজ (৬ মে) বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ দলের আটজন নেতাকে আটক করেছে পুলিশ।
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকারের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, মেয়র পদপ্রার্থীর টঙ্গী বাসা থেকে বের হওয়ার সময় বিকাল সাড়ে পাঁচটার দিকে পুলিশ বিএনপি নেতাদের আটক করে।
এর আগে, বিকাল চারটার দিকে হাসান উদ্দিন সরকার তাঁর বাসায় বিএনপির শীর্ষ নেতার উপস্থিতিতে গাজীপুরে স্থগিত হওয়া নির্বাচন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল দ্য ডেইলি স্টারকে বলেন, গাজীপুর সিটি এলাকায় গণপরিবহন ভাঙচুর এবং গোলযোগ সৃষ্টির অভিযোগে আট থেকে নয়জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এছাড়াও, বিএনপির গাজীপুর শাখার সভাপতি ফজলুল হক মিলন অভিযোগ করে বলেন, “কোন রকমের যৌক্তিক কারণ ছাড়াই দলের অন্তত ১৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।”
উল্লেখ্য, গাজীপুর সিটি নির্বাচন আগামী ১৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
Comments