৩ জেলায় বজ্রপাতে নিহত ৭
দেশের তিনটি জেলায় আজ (৭ মে) বজ্রপাতে একজন স্কুলছাত্রীসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। জেলাগুলো হলো: শেরপুর, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, পৃথক বজ্রপাতের ঘটনায় শেরপুরে একজন স্কুলছাত্রীসহ চারজন নিহত হয়েছেন। জেলার নালিতাবাড়ি উপজেলায় পাঘারিয়া গ্রামে সোহেল মিয়ার মেয়ে ও দশম শ্রেণির ছাত্রী শারমিন সকাল ৮টার দিকে গৃহশিক্ষকের কাছে পড়া শেষ করে বাসায় ফেরার পথে বজ্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়।
সদর উপজেলার হালগড়া গ্রামে আব্দুর রহিম নামের একজন কৃষক ধান কাটার সময় বজ্রপাতে সকাল পৌনে ১১টার দিকে মারা যান।
এছাড়াও, নকলা উপজেলার মজারচর গ্রামে শহীদুল ইসলাম এবং শ্রবর্দী উপজেলার বাকচর গ্রামে কুব্বত আলী নামের একজন বজ্রপাতে মারা গিয়েছেন।
এদিকে, হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় তেলঘড়ি হাওরে বজ্রের আঘাতে দুজন কৃষক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন। নিহতরা হলেন: দৌলতপুর গ্রামের অধীর বৈষ্ণব (২৭) এবং বসু বৈষ্ণব (৩২)।
বজ্রপাতের ফলে সুনামগঞ্জের সাল্লা উপজেলায় চায়ের হাওরে নবকুমার দাশ (৬৫) নামের একজন কৃষক নিহত হয়েছেন।
Comments