‘তুমি রবে নীরবে’

Tumi Robe Nirobe
মডেল শ্রাবন্তী সাহা ও জোভান। ছবি: সংগৃহীত

২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘তুমি রবে নীরবে’।

গানটি গেয়েছেন শ্রাবন্তী সাহা ও শাওন গানওয়ালা। এর সংগীতায়োজন করেছে অটমনাল মুন। গানটির ভিডিও পরিচালনা করেছেন আলোকচিত্রী প্রীত রেজা। এবারই দেশে প্রথম কোন মিউজিক ভিডিও পরিচালনা করলেন তিনি। গানটিতে মডেল হিসেবে রয়েছেন শ্রাবন্তী সাহা ও জোভান।

ডিএমএস সুত্রে জানা যায়, গতকাল (৭ মে) প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

7h ago