মানের তুলনায় কম মূল্য পান সাকিব, মত লক্ষ্মণের
আইপিএলে এবার নতুন দলে ভিড়ে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। তার দল সানরাইজার্স হায়দরবাদও খেলছে দারুণ। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এরমধ্যে প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা। দলের টানা জয় ভূমিকা আছে সাকিবের। বিশেষ করে বল হাতে দলের চাহিদা মেটাচ্ছেন তিনি। হায়দরবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণের মতে সাকিব যে মানের তার তুলনায় তিনি আন্ডাররেটেড।
সোমবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাতে ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন সাকিব। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করার পাশাপাশি বল হাতে এনেছেন ব্রেক থ্রো। পেয়েছেন সর্বোচ্চ ২ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যের দিনেও অবশ্য ফিফটি করা অধিনায়ক কেইন উইলিয়ামসন হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচ সেরার পুরষ্কার না পেলেও দলের মেন্টরের কাছ থেকে বাহবা পেলেন সাকিব।
সাবেক ভারতীয় ব্যাটসম্যান লক্ষ্মণ নিজ দলে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন সাকিবকে। প্রতি ম্যাচেই অবদান রাখায় বোলার সাকিবকে লক্ষ্মণ রাখলেন অনেক উপরে, ‘সাকিব প্রায় এখন দুটি করে উইকেট নিচ্ছে। তাছাড়া রান আটকাচ্ছে। দলের চাহিদা পূরণ করছে। সে অনেক ঠাণ্ডা মেজাজের অ্যাটাকিং বোলার। আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সাকিবই সবচেয়ে আন্ডাররেটেড।’
এই আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচের সবগুলো খেলে বল হাতে ১০ উইকেট নিয়েছেন সাকিব। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৫৫ করে। বেশিরভাগ ম্যাচে পাঁচে ব্যাট করার সুযোগ পেয়ে ৮ ইনিংসে ১১৭.০৩ স্ট্রাইকরেটে করেছেন ১৫৮ রান।
Comments