আফগানিস্তানের অভিষেক টেস্টে মূল ক্রিকেটারদের বিশ্রাম দিল ভারত
টেস্টে অভিষেক হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে অধিনায়ক বিরাট কোহলিসহ মূল চারজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ভারত। নিয়মিত অধিনায়কের বিশ্রামে এক ম্যাচ টেস্ট সিরিজের নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে।
১৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ১২তম দেশ হিসেবে নিজেদের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে নামবে আফগানিস্তান। সেই ম্যাচের স্কোয়াডে নেই বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ, রোহিত শর্মা ও ভুবনেশ্বর কুমার।
বিসিসিআই’র চুক্তিভুক্ত ক্রিকেটারদের মধ্যে এ প্লাস শ্রেণিতে থাকা কেবল শিখর ধাওয়ান আছেন দলটিতে। রোহিত শর্মার জায়গায় দলে ফিরেছেন অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি হাঁকানো করুন নায়ার।
জাস্টপ্রিন্ট বোমরাহ ও ভুবনেশ্বর কুমার না থাকায় টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা পেসার শার্দূল ঠাকুর ডাক পেয়েছেন। আছেন অন্য দুই পেসার উমেশ যাদব ও মোহাম্মদ শামি। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও থাকছেন পেস আক্রমণে।
ব্যাটসম্যান ও পেসারদের বিশ্রাম দিলেও সেরা স্পিনারদের নিয়েই নামছে ভারত। সাম্প্রতিককালে ঘরের মাঠে ভারতের সাফল্যের নায়ক স্পিন ত্রয়ী রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব খেলবেন ঐতিহাসিক এই টেস্টে।
ভারত দল: অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব।
Comments