বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ পর্যবেক্ষণে দর্শকদের আমন্ত্রণ জানাল কেনেডি স্পেস সেন্টার

bangabandhu satellite
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। ছবি: ফাইল ফটো

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ পর্যবেক্ষণে দর্শকদের আমন্ত্রণ জানাল যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার। ফ্লোরিডা অঙ্গরাজ্যের এই উৎক্ষেপণ কেন্দ্র থেকেই আগামীকাল কক্ষপথের উদ্দেশে যাত্রা করবে বঙ্গবন্ধু-১।

কেনেডি স্পেস সেন্টারের বিবৃতিতে জানানো হয়, আগামীকাল ১০ মে স্থানীয় সময় বিকাল ৪টা ১২ মিনিট থেকে ৬টা ২২ মিনিটের মধ্যে স্পেস এক্স স্যাটেলাইটটি উৎক্ষেপণ করবে।

এতে জানানো হয়, ফ্যালকন ৯ রকেটে পৃথিবীর ভূস্থির কক্ষপথে (জিওস্টেশনারি ট্রন্সফার অরবিট) স্যাটেলাইটটিকে প্রেরণ করা হবে। এর মধ্য দিয়ে ফ্যালকন ৯ রকেটের ব্লক ৫ সংস্করণ উৎক্ষেপণ করবে স্পেস এক্স।

কেনেডি স্পেস সেন্টারের এপোলো/স্যাটার্ন ৫ সেন্টার থেকে উৎক্ষেপণ পর্যবেক্ষণ করা যাবে। যে লঞ্চ প্যাড থেকে রকেটটি যাত্রা করবে পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তার দূরত্ব ৬.২৭ কিলোমিটার। এছাড়াও উৎক্ষেপণ পর্যবেক্ষণের জন্য লঞ্চ প্যাড থেকে ১২ কিলোমিটার দূরে মূল পর্যবেক্ষণ কেন্দ্রও খোলা রাখা হবে।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

4h ago